রাস্তায় দুর্ঘটনা এড়াতে এবার আরও কঠিন করা হচ্ছে ট্রাফিক আইন। ৩০ বছরের পুরনো মোটর ভেহিকেল আইনে আনা হচ্ছে পরিবর্তন। গত বুধবার রাজ্যসভায় পাস হয়েছে মোটর ভেহিকেল অ্যামেন্ডমেন্ট বিল। এর মাধ্যমে গাড়ির চালকদের জন্য কড়া নিয়ম জারি হতে চলেছে। এতে লাইসেন্স না থাকা চালকদের পুলিশ ধরলে ৫০০০ টাকা জরিমানা করবে। এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। দেশের দুই আইনসভায় পাস হয়ে গেল ট্রাফিকের জরিমানা সংক্রান্ত নতুন বিল। এতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধ রুখতে বাড়ানো হচ্ছে জরিমানা বলে আগেই জানানো হয়েছিল। যার ফলে দেশের সবত্রে সড়ক পথে নিরাপত্তা বাড়বে, দুর্নীতিও দূর হবে।