প্রাক্তন আল-কায়দা প্রধান নিহত ওসামা বিন লাদেনের ছেলে ও তার সম্ভাব্য উত্তরসূরি হামজা বিন লাদেন মার্কিন অভিযানে নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা বাহিনী এই দাবি করলেও, মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
তবে মার্কিন গনমাধ্যম এ নিয়ে ব্যাপক প্রচারে নেমেছে।
বলা হচ্ছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন জঙ্গি গোষ্ঠী আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন নিহত হয়েছেন। তবে তিনি কোথায় ছিলেন অথবা কবে নিহত হয়েছেন তা সুস্পষ্টভাবে জানা যায়নি। শুধুমাত্র বলা হয়েছে এক মার্কিন অপারেশনে তিনি নিহত হয়েছেন। তবে আল কায়দা বা সংশ্লিষ্ট কোনো গ্রুপ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। সর্বশেষ ২০১৮ সালে আল কায়দা তার জনসংযোগ বিভাগের মাধ্যমে হামজা বিন লাদেনের বিবৃতি প্রচার করে। হামজাকে দেখা হয় ‘ক্রাউন প্রিন্স অব জিহাদ’ বা জিহাদের যুবরাজ হিসেবে। ওসামা বিন লাদেন যে জাঙ্গিপনার সূচনা করে গেছেন তার উত্তরাধিকারী হিসাবে ধরা হয় হামজাকে।
উল্লেখ্য, তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তার মৃত্যুর খবর দিয়ে প্রথম প্রতিবেদন প্রচার করে এনবিসি নিউজ। তবে কোথায় কখন তিনি নিহত হয়েছেন কিংবা তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা, কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct