একেই বলে ভাগ্য সুপ্রসন্ন। ছতলা বাড়ির ব্যালকনি থেকে নীচে পড়েও বেঁচে গেল তিন বছরের এক শিশু। যদিও চা তলা থেকে পড়ে যাওয়ার সময় প্রথমে ঝুলছিল কার্নিশ। তারপর নীচে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে। এই পড়ে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
জানা গেছে একটি ভবনের ছয় তলার পড়ে যাওয়ার ব্যালকনিতে ঝুলে ছিল তিন বছরের এক শিশু। পথচারীরা শিশুটিকে ঝুলতে দেখে তাক বাঁচাতে চিৎকার শুরু করে। পরে সবাই জড়ো হয়ে ঝুলে থাকা শিশুর নিচে একটি কম্বল মেলে ধরেন। ঝুলে থাকা শিশুটি কিছুক্ষণের মধ্যে নিচে পড়ে যায়। তবে কম্বলের ওপরে পড়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তার।
দৃশ্যটি কেউ মোবাইল ফোনে ধারণ করেন। পরে সোশ্যাল মিডিয়ায় পড়লে তা ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনের ছয় তলার ব্যালকনিতে ঝুলে আছে শিশুটি। সে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পা পিছলে যাওয়ায় সম্ভব হচ্ছে না।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, ছয় তলা থেকে পড়ে যাওয়া তিন বছরের ওই শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়েছে নিচে কম্বল নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজন। ওই শিশুটিকে বাঁচাতে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ওই ভবনের নিরাপত্তা রক্ষী, বাসিন্দা ও স্বাস্থ্য কর্মীরাও ছিলেন। এক প্রতিবেশি শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শিশুটি কোনো ধরনের আঘাত পায়নি বলে জানান চিকিৎসক। ফলে বরাত জোরে বেঁচে যায় শিশুটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct