অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোতে এদিন খাবারের অর্ডার দিয়েছিলেন জব্বলপুরের অমিত শুক্লা। তবে ওই খাবারের ডেলিভারি বয়ের নাম দেখেই তড়িঘড়ি সে অর্ডার বাতিল করলেন অমিত। কারণ জোম্যাটো'র ডেলিভারি বয় ছিলেন এক অ-হিন্দু যুবক। ছেলেটির নাম ফৈয়াজ। আর এই বিষয়টি জব্বলপুরের বাসিন্দা অমিত সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ফলাও করে পোস্টও করেছেন। টুইটারে অমিত লেখেন, 'জোম্যাটো'র দেওয়া খাবারের অর্ডার আমি এখনই বাতিল করে দিলাম। ওরা একজন অ-হিন্দু রাইডারকে খাবার দিতে পাঠাচ্ছিল। আমি আপত্তি জানালেও ওরা রাইডার পরিবর্তন করতে রাজি হয়নি। এমনকি অর্ডার বাতিলের টাকাটাও জোম্যাটো ফেরত দেবে না বলে জানিয়ে দিয়েছে।'
অমিত তার সঙ্গে জোম্যাটো'র কাস্টমার কেয়ারের কথোপকথনের বিবরণও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে জোম্যাটো'র তরফ থেকে জানানো হচ্ছে, ফৈয়াজ আপনার খাবার নিয়ে বেরিয়ে গিয়েছে। আপনি চাইলে তাকে ফোন যোগাযোগ করতে পারেন। জবাবে অমিত লেখেন, 'আমার এখানেই আপত্তি। আপনারা কি রাইডার পরিবর্তন করতে পারবেন? জোম্যাটো জানিয়েছে, খাবারের কোন ধর্ম হয় না। ' বিষয়টি নিয়ে চারিদিকে শোরগোল পড়ে যাওয়ায় এক প্রকার বাধ্য হয়ে জোম্যাটো'র অন্যতম কর্তা দীপিন্দার গোয়েল এক প্রতিক্রিয়ায় অমিত শুক্লাকে ঠেস দিয়ে জানান, 'ভারতের বিচিত্র গ্রাহকদের নিয়ে আমরা সত্যিই গর্বিত। আমাদের মূল্যবোধে কেউ আঘাত করলে, আমরা তার জবাব দেব। এমন ব্যবসা আমরা করব না। তাতে আমাদের ক্ষতি হলে দুঃখ হবে না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct