বয়স যখন তিন বছর ছিল, তখন থেকেই ছোট্ট শিশুটির ডানদিকের মাড়ি থেকে রস বের হত। প্রথমদিকে বিষয়টি তার মা বাবা গুরুত্ব না দিলেও, পরবর্তী সময় সমস্যা বেড়ে যায়। বাধ্য হয়ে ছেলেকে চেন্নাইয়ের সবিতা ডেন্টাল হাসপাতালে নিয়ে যান মা বাবা। এখন ছেলেটির বয়স ৭। এই হাসপাতালে চিকিৎসকরা জানান, ছোটবেলা থেকেই চিকিৎসা শুরু করলে এতটা সমস্যা হত না। পরবর্তী সময়ে সেখানকার ওরাল অ্যাণ্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্টের অধ্যাপক পি. সেন্থিলনাথান প্রথমে শিশুটির ডান চোয়ালের একটি এক্স-রে করেন। এরপর হয় সিটি-স্ক্যানও। তাতেই ধরা পড়ে ভেতরে বেশ কয়েকটা দাঁত রয়েছে। কিন্তু ঠিক কতগুলো এক্স-রে তে স্পষ্ট হয়নি। এরপর ওই ছেলেটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
অ্যানাস্থেশিয়ার পরে যখন ছেলেটির ডানদিকের মাড়ি কাটা হয়, সেখানে প্রায় ২০০ গ্রামের একটি দাঁতের থলি পাওয়া যায়। সেটা খুব সাবধানে বের করে আনা হয়। তার মধ্যে ছোট্ট ছোট্ট আকারে ৫২৬ টি দাঁত পাওয়া যায়! বেশ কয়েকটা খুবই ছোট হলেও সেগুলো কিন্তু পুরোদস্তুর দাঁতই। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে। শিশুটি এখন সুস্থ আছে। অপারেশনের পর তাকে তিন দিন অবসার্ভেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।চেন্নাই এর ডেন্টাল হাসপাতাল এর তরফ থেকে জানানো হয়েছে, এমন অস্ত্রোপচার বিশ্বে এই প্রথম হল। এর আগে কোনও একটি মানুষের মুখে এতগুলো দাঁত পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct