ব্রাজিলের কারাগারে গত কয়েক বছর ধরে উপচে পড়ছিল বন্দিদের সংখ্যা। তার ফলে প্রায়ই কারাগারের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যেত। ইতিপূর্বে বহুবার সংঘর্ষে অনেক বন্দির মৃত্যু হয়েছে। কিন্তু সব কিছুকে। ছাপিয়ে যায় সোমবার সকাল। সকাল ৭টা নাগাদ ব্রাজিলের পারা রাজ্যের আলতামিরা জেলে সংঘর্ষ শুরু হয়। তাতে জড়িয়ে পড়ে জেলের মধ্যে থাকা বন্দিদের দুটি গোষ্ঠী। সংঘর্ষে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে নির্মমভাবে ১৬ জন বন্দির মাথা কেটে নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্রাজিলের নিরাপত্তা রক্ষাকারীদের।
জানা গেছে সকাল থেকে চলা সংঘর্ষের সময় ‘কমান্ডো ক্লাস এ’-এর সদস্যরা অন্য একটি সেলে আগুন ধরিয়ে দেয়। এই সেলে অবস্থান করছিল প্রতিদ্বন্দ্বী গ্যাং গ্রুপ ‘কমান্ডে ভারমেলহো (রোড কমান্ড)’-এর সদস্যরা। ফলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখনই মুণ্ডু কেটে নেওয়া হয় ১৬ জনের। এছাড়া কারাগারের অন্যএকটি অংশে অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বাকিরা।
তবে সংঘর্ষকারীরা দু’জন নিরাপত্তা রক্ষীকে পণবন্দী করে রেখেছিল। পারে অবশ্য তাদেরকে মুক্তি দিয়েছে।
উল্লেখ্য, আলতামিরা জেলখানাই বন্দি রাখারধারণ ক্ষমতা ২০০। সেখানে রাখা হয়েছে ৩০৯ জন কায়েদিকে। যদিও ব্রাজিলে জেলখানায় সহিংসতা নতুন কিছু নয়। এখানকার জেলগুলোতে রয়েছে প্রায় ৭ লাখ কয়েদি। সংখ্যার দিক থেকে এটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কয়েদি ধারণকারী দেশ। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো জেলখানায় নিয়ন্ত্রণ কঠোর করার হবে বলে জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct