স্বচ্ছতায় এবার জোর ধাক্কা লাগল যোগী অাদিত্যনাথ সরকারের৷ উত্তরপ্রদেশের পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের অনলাইন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল৷ মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷
এ ব্যাপারে উত্তরপ্রদেশ পুলিশের ডিঅাইজি শুল্ক সিং স্পেশাল টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন এর তদন্তে৷
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন বিশেষজ্ঞ দলকে নির্দেশ.দেওয়া হয়েছে এসটিএফকে সাহায্য করার জন্য৷
উল্লেখ্য, উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড উতরপ্রদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিয়োগের পরীক্ষার দিন ঠিক করেছিল ১৭ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে৷ সোমবার প্রশ্ন ফাঁসের অভিযোগ যেমন সরকারের কাছে এসেছিল তেমনি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়৷ এরপর মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct