এবার হোয়াটসঅ্যাপ থেকেও পাঠানো যাবে টাকা।খুব সহজেই টাকা দেওয়া এবং নেওয়া যাবে এই মেসেজিং অ্যাপের মাধ্যমে। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এই টাকা লেনদেনের ব্যবস্থা চালু হচ্ছে।এ বিষয়ে এদিন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে ভারতের প্রায় ৪০ কোটির বেশি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই এই পরিষেবা সেখানে অনেক আগে থেকে চালু করার পরিকল্পনা ছিল।তিনি জানান, ভারতে মানুষ বেশি ইন্টারনেট ব্যবহার করেন। আর সেই কারণেই এদেশে ডিজিটাল ওয়ালেট খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। আর দেশের বেশিরভাগ মানুষ যেহেতু এই মেসেজিং অ্যাপের সঙ্গে যুক্ত তাই এই বিভাগে এক নম্বর হয়ে উঠতে খুব একটা বেশি বেগ পেতে হবে না হোয়াটসঅ্যাপ-কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct