টেস্ট ক্রিকেট থেকে ক'দিন আগেই অবসর নিয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির।ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার পাকিস্তান ছেড়ে ব্রিটিশ পাসপোর্ট তৈরির চেষ্টার পাশাপাশি লন্ডনে থাকার পরিকল্পনা করছেন তিনি। এর আগে মোহাম্মদ আমির ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ নাগরিক নার্গিস মালিককে বিয়ে করেন এবং স্পাউস ভিসা অর্জন করেন। যার সুবাদে তিনি ৩০ মাস ইংল্যান্ডে বসবাস করার অনুমতি লাভ করেন।বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ‘এটা পরিস্কার যে তিনি ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার এবং ভবিষ্যতে স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাস করার পরিকল্পনা করছেন। স্পাউস ভিসা থাকায় সে মুক্তভাবে কাজ করতে পারছে এবং লন্ডনে একজন স্থায়ী বসবাসকারী হিসেবে অন্যান্য সুযোগ সুবিধাও ভোগ করছেন। যে কারণে তিনি ইংল্যান্ডে একটি বাড়ি কেনারও চেষ্টা করছেন।’ এর আগে ২০১০-১১ মরশুমে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে কয়েক মাস ইংল্যান্ডে জেল খাটা সত্ত্বেও স্পাউস ভিসা পান আমির। নিয়মিত তিনি ইংল্যান্ড যাতায়াত করেন এবং গত বছর থেকে কাউন্টি ক্রিকেট খেলছেন। সুতরাং এখন আর তার জন্য কোনো বাধা নেই। স্পট ফিক্সিং করে পাঁচ বছর নিষিদ্ধ থাকায় মাত্র ৩৬ ম্যাচ খেলা আমি গত শুক্রবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। হঠাৎ করে আমিরের এমন সিদ্ধান্তে অনেকে হতাশ ও ক্ষুদ্ধ। অনেকেই মনে করছেন আমির কেবলমাত্র অর্থ কামাই করতে চায়, দেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। আর তাই দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct