অবশেষে আমেরিকায় যাওয়ার ভিসা পেলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি। এ বিষয়ে বিসিসিআই- এর সিইও রাহুল জোহরি শামির পক্ষে মার্কিন দূতাবাসে সুপারিশপত্র লেখার পর এই ছাড়পত্র পান তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের সঙ্গে মার্কিন দূতাবাসে আবেদন করেছিলেন মোহাম্মদ শামি। কিন্তু প্রতিকূল পুলিশি রেকর্ডের জন্য ভিসা বাতিল হয়ে যায় তাঁর। পুলিশ ভেরিফিকেশন রেকর্ডে তার আবেদন পত্রের অসম্পূর্ণতা বেরিয়ে আসে। শামি কলকাতা পুলিশের অধীনে ৪৯৮এ ধারা (যৌতুক হয়রানি) এবং ৩৫৪এ (যৌন হয়রানি) মামলায় অভিযুক্ত ছিলেন। গত বছর তার স্ত্রী হাসিন জাহান কলকাতা পুলিশের কাছে শামির নামে এই এফআইআর ফাইল করেন। মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, প্রথমিকভাবে ইউএস অ্যাম্বাসি থেকে শামির ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল। তারা পুলিশ ভেরিফিকেশনে ত্রুটি খুঁজে পায়। তবে এখন এই সমস্যা সমাধান হয়েছে এবং সব ডকুমেন্ট ঠিক করা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct