দেশজুড়ে ‘জয় শ্রীরাম’ বিতর্ক যখন খুবই স্পর্শকাতর চেহারা নিয়েছে, ঠিক তখনই বলিউডের অন্যতম কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে-র একটি টুইট নিয়ে শোরগোল পড়ে গেল। টুইটে আশা ভোঁসলে লিখেছেন, 'দম মারো দম, বোলো সুবহ শাম। হরে কৃষ্ণ হরে রাম।' এই চিরসবুজ গান আমি গাইতে পারব তো নাকি? সত্তরের দশকের গোড়ায় যখন নতুন করে শ্রীকৃষ্ণ তথা ভাগবত গীতা-র দর্শন নিয়ে চর্চা শুরু হয়েছে, সেই পটভূমিতে মুক্তি পেয়েছিল হিট ছবি ‘হরে কৃষ্ণ হরে রাম’। এর মধ্যে ‘দম মারো দম’ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে ও উষা উত্থুপ। গানটির ভিডিওতে দেখা যায়, জিনাত আমান ও তাঁর বন্ধুরা গাঁজা-চরশের নেশা ভাঙ করতে করতেই উদ্দাম নেচে এই গান গাইছেন। কৃষ্ণ নামের সঙ্গে কেন গাঁজা-চরশের আবহ মিশিয়ে ফেলা হল তা নিয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর তেমন কোনও বিতর্ক হয়নি। তা ছাড়া দেশে তখন উগ্র হিন্দুত্বের রাজনীতিও ছিল না। এই নিয়ে প্রশ্ন তুললেন আশা ভোঁসলে। তবে তিনি কেন এই প্রশ্ন তুলেছেন? তার ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। অনেকের ধারণা, ধর্মীয় বিষয় নিয়ে এই মুহূতে দেশে যে স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছে, তাকেই খোঁচা দিতে চেয়েছেন আশা। বোঝাতে চেয়েছেন, এই গান এখন গাইলে নতুন করে ফের বিতর্ক তৈরি হবে না তো? উগ্র হিন্দুত্ববাদীরা হামলা করবে না তো?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct