দেশের বিভিন্ন প্রান্তে আরএসএস-পরিচালিত স্কুলগুলোতে হিন্দুদের পাশাপাশি পড়াশুনা করছে বহু মুসলিম ছাত্রছাত্রীরা। এমন সব স্কুলগুলোতে হিন্দু ছাত্রছাত্রীদের তুলনায় সম্প্রতি মুসলিম ছাত্রছাত্রীরা ক্লাসে ভালো ফলাফল করে শীর্ষস্থান অর্জন করেছে। রাজস্থানে আরএসএস পরিচালিত স্কুলগুলোর ফলাফলে অন্তত তেমনটাই দেখা যাচ্ছে। বতমানে রাজস্থানে আরএসএস-এর যে কয়টি স্কুল রয়েছে, সেখানে পড়াশোনা করছে ৪৫১৩ জন মুসলিম ছাত্রছাত্রী। এদের মধ্যে বেশিরভাগই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছে তারা। এ বিষয়ে রাজস্থানের জোনাল সহকারী সচিব সুরেশ ওয়াধওয়া এদিন বলেন, 'বিদ্যা ভারতী নামের একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯৪.২০ শতাংশ নম্বর পেয়ে সারা অঞ্চলে প্রথম হয়েছে সিমরন বানু। সে এবার নিটের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া এভিএম সিনিয়র সেকেন্ডারি স্কুলে দশম শ্রেণির পরীক্ষায় ৮৮.৩ শতাংশ নম্বর পেয়েছে সিমরানের বোন সীমা বানু। দৌসাতেই আরএসএস পরিচালিত স্কুলে মুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা সবচেয়ে বেশি। সেই সংখ্যা মোট ৫৮১ জন। চুরুতে ৫৪০, আলওয়ারে ২৬৯ ঝুনঝুনুতে ২৬৭, শিকরে ১৫৪, সোয়াই মাধোপুরে ১০৬ এবং ভরতপুরে ১৮৫ জন মুসলিম ছাত্রছাত্রী আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct