এবার থেকে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে বাংলা ভাষায় দেখা যাবে দেশের সবোচ্চ আদালতের রায়। লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, 'বাংলার পাশাপাশি মোট ৯টি আঞ্চলিক ভাষায় সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার রায় জানা যাবে।' এর আগে সাতটি ভাষায় সুপ্রিম কোর্টের রায় পড়া যেত।নতুনভাবে যুক্ত হলো বাংলা ও উর্দু ভাষা। যদিও চলতি জুলাইয়ের শুরুতে সুপ্রিম কোর্ট জানায়, ওয়েবসাইটে এখন থেকে বিভিন্ন মামলার রায় ইংরেজি ভাষা ছাড়াও আরও সাতটি ভাষায় দেখা যাবে। ওই সাতটি ভাষার তালিকায় ছিল হিন্দি, তেলেগু, অসমিয়া, মারাঠি, কন্নড়, ওড়িয়া ও তামিল। এর আগে শুধু ইংরেজি ভাষাতে রায় দেখা যেত। ওই নির্দেশনায় আরও বলা হয়, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই বিষয়টি কার্যকর হবে। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এ কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের অনুমতি দেন। মাতৃভাষায় যাতে সাধারণ মানুষ শীর্ষ আদালতের রায় পড়তে পারেন, গত বছরের ইচ্ছাপ্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন। নির্দেশনায় বাংলা ভাষার কথা না থাকায় ক্ষুব্ধ হন পশ্চিমবঙ্গের মানুষ। ৪ জুলাই বাংলা ভাষার নাম না দেখে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলের নেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলের নেতা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তাঁরা সুপ্রিম কোর্টের কাছে দাবি জানান, আবার বিবেচনা করে যেন সুপ্রিম কোর্টের তালিকায় বাংলা ভাষাকেও ওঠানো হয়। এই লক্ষ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন পেশ করা হয়। আবেদন পেশ করা হয় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। তাঁরাও সুপ্রিম কোর্টের বিভিন্ন ভাষায় রায় প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct