ক্রিকেট দুনিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের জনপ্রিয়তা তুঙ্গে।যার ফলে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সরদের ভিড় লেগে থাকে তাদের পেছনে। বিরাট কোহলিদের জার্সির স্পন্সর হওয়ার জন্য মুখিয়ে থাকে কোম্পানিগুলো। ২০১৭ সালে স্টার ইন্ডিয়াকে টেক্কা দিয়ে টিম ইন্ডিয়ার জার্সির স্পন্সর হয়েছিল চিনের মোবাইল সংস্থা ‘ওপ্পো’র। বিসিসিআইর সাথে ৫ বছরের চুক্তি করে তারা। দ্বিপাক্ষিক সিরিজে ওপ্পো বিসিসিআইকে ৪ কোটি ৬১ লক্ষ টাকা ও আইসিসির টুর্নামেন্টে ১ কোটি ৫৬ লক্ষ টাকা তারা দেয়। তবে ওপ্পো ভারতীয় দলের জার্সির স্পন্সরশিপ থেকে এবারে সরে আসছে। তারা মনে করছে ২০১৭ সালে তারা যে দামে এই স্পন্সরশীপ নিয়েছিল, তা যথেষ্ট বেশি। তাই চুক্তি ভেঙে বেরিয়ে যাচ্ছে চিনের এই মোবাইল কোম্পানিটি। যদিও ভারতও এরই মধ্যে নতুন স্পন্সর পেয়ে গিয়েছে।বেঙ্গালুরুর একটি শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজুর সাথে চুক্তি করছে বোর্ড। তবে কত টাকায় এই চুক্তি হয়েছে তা জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct