বাজারে বেওয়ারিশের মত ঘুরে বেড়াচ্ছিল সাদা ধবধবে একটি কুকুর। তার গলায় ঝুলছিল মালয়ালাম ভাষায় লেখা চিরকূট। সেটি তার মালিকের লেখা। সেটি নজরে আসে এক মহিলার। কুকুরটির কাছে গিয়ে তিনি সেটির গলায় লাগানো চিরকূটটি পড়েন। এরপর তিনি রীতিমতো অবাক হয়ে যান। ওই চিরকূটটিতে লেখা, 'প্রতিবেশীর এক কুকুরের সঙ্গে ‘অবৈধ সম্পর্ক' গড়ার অপরাধে আমার পোষ্য কুকুরকে আমি ঘরছাড়া করলাম।'ঘটনাটি ঘটেছে কেরলের থিরুবনন্তপূরমে। সেই চিরকূটে আরও লেখাছিল, 'কুকুরটিকে খুব সুন্দর করে ব্রিড করে নিয়ে আসা হয়। এর ব্যবহারও খুব ভাল। এর জন্যে খুব বেশি খাবারেরও প্রয়োজন পড়ে না। ওর কোনও রোগও নেই। প্রতি ৫দিন অন্তর ওকে স্নান করানো হয়। শুধু ও একটু বেশি ডাকে। গত ৩ বছরে ও কাউকে কামড়ায়নি। ওকে সাধারণত দুধ, বিস্কুট ও কাঁচা ডিম খাওয়ানো হয়। একে এই জন্যেই বাড়ি থেকে বের করে দিলাম কারণ এটি আমার প্রতিবেশীর কুকুরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল।' সাধারণত আহত হলে বা শারীরিকভাবে অসুস্থ হলে কুকুরদের বাতিল করে দেন মালিকরা। কিন্তু 'অবৈধ সম্পর্ক' গড়ার অভিযোগে কোনও কুকুরকে তাঁর মালিক বাড়ি থেকে বোধহয় এই প্রথম বের করে দিয়েছেন।