কোপা আমেরিকার সেমিফাইনালে হেরে আর্জেন্টিনা ছিটকে যাওয়ার পর নিজের ক্ষোভ উগরে দেন লিওনেল মেসি। সেখানে তিনি আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন।সেদিন মেসি সমালোচনায় ভরিয়ে দেন ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ কনমেবলকেও। যার ফলশ্রুতিতে এবার তাঁকে শাস্তির মুখে পড়তে হল। গুঞ্জন ছিল, যেমনভাবে তিনি সবার বিরুদ্ধে মুখ খুলেছেন, তাতে অন্তত দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। যদিও পাঁচবারের ‘ব্যালন ডি'অর’ জয়ী খেলোয়াড় মেসির উপর এতটা কঠোর হয়নি কনমেবল। মাত্র এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। সঙ্গে ১৫০০ ডলার জরিমানা। এই নিষেধাজ্ঞার ফলে সম্ভবত ২০২২ সালের বিশ্বকাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct