চিনের বিদেশ মন্ত্রী মঙ্গলবার দাবি করেছেন ভারত চিনা এলাকা অতিক্রম করার কথা মেনে নিয়েছে ৷ চিন বলছে গত জুনে সিকিমে ভারতীয় সেনাবাহনী সীমান্ত অতিক্রম.করেছ যা প্রত্যাহার করা উচিত৷
ভারত ও ভুটার বারবার অভিযোগ করছে যে চিন ভুটানকে তাদের মনে করছে৷ এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে৷
চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই একদিকে বলেছেন একজন প্রবীন ভারতীয় অফিসার খোলাখুলি জানিয়েছেন যে চিন সীমান্ত অতিক্রম করেনি৷ অাবার বলছেন ভারতীয় কর্তৃপক্ষ চিন সীমা পেরনোর কথা অনুমোদন করেছে৷
চিন দাবি করেছে কারা সিকিম সীমান্তে যে রাস্তা তৈরির কাজ করছিল তা ভারতীয় সেনারা অাটকে দিয়েছে৷
যদিও সিকিম লাগোয়া ডোকলাম ভারত ও ভুটানের অঙ্গ হিসেবেই পরিচিত৷ তাই চিনের এভাবে রাস্তা তৈরি করা নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক৷ স্বভাবতই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এর প্রতিবাদ জানিয়েছেন৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct