ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে তিনি একবার ভারতের কেরালায় হাতির তাড়া খেয়েছিলেন। খ্যাপা হাতির সামনে পড়ে সেবারে কোনও ভাবে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। সেই সময় ব্রিটেনের একটি দৈনিক পত্রিকাতেও নিজের অভিজ্ঞতার কথা লিখেছিলেন বরিস জনসন। ২০০৩ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা এস কৃষ্ণকুমারের মেয়ে ঐশ্বর্যের বিয়েতে আমন্ত্রিত ছিলেন বরিস জনসন। ঐশ্বর্যের বর কবীর সিং ছিলেন জনসনের প্রথম স্ত্রীর আত্মীয়। সেই সূত্রেই কেরালায় বিয়ের অনুষ্ঠানে এসে চার দিন কাটিয়ে যান বরিস। থিরুভাত্তার আদিকেশব পেরুমাল মন্দিরে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে চলাকালীন হঠাৎ খেপে যায় মন্দিরের একটি হাতি। উপস্থিত অতিথিদের দিকে তেড়ে যায় হাতিটি। প্রাণভয়ে এদিক ওদিক ছুটতে থাকেন সবাই। সেই ভিড়ের মধ্যে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। হাতির তাড়ায় কয়েকজন আহত হলেও বরিসের চোট লাগেনি। সেদিনের কথা জানিয়েছেন এস কৃষ্ণকুমার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct