মায়ানমার সেনাদের অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গারা এখন সহজেই পদ্মাপারের নাগরিকত্ত্ব লাভ করছে।মাত্র ৭০ হাজার টাকা খরচ করলে তারা হাতে হাতে পেয়ে যাচ্ছে, বাংলাদেশের জন্ম সাটিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট-এর পাশাপাশি পাসপোর্টও। এ বিষয়ে বাংলাদেশের চট্টগ্রামের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সায়েদ বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের অবস্থান কঠোর। কোনও পাসপোর্ট ভেরিফেকিশন করার আগে কাগজপত্র ভালোভাবে পর্যালোচনা করা হয়। গত এক বছরে মনসুরাবাদে পাসপোর্ট করাতে এসে আটক হয়েছেন ৫৪ জন রোহিঙ্গা।’ অভিযোগ, পুলিশের দায়সারা পাসপোর্ট ভেরিফিকেশনের কারণেই রোহিঙ্গাদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। জানা গিয়েছে, মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে দেয় এমন কয়েকটি চক্র সক্রিয় রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। এ চক্রে রয়েছেন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা, পুলিশ ও পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং কক্সবাজারের দালাল। তারা রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করতে ৭০ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত নেন। যদিও চট্টগ্রামের পুলিশ সুপার নুরে এ আলম মিনা বলেন, ‘পাসপোর্ট ভেরিফিকেশনের নীতি অনুসরণ করেই কাজ করে পুলিশ। পাসপোর্ট ভেরিফিকেশনে যদি কারও গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct