এবার পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের সমস্ত ঘরবাড়ি ভেঙে দিচ্ছে ইসরাইল। পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলতে শুরু করে ইসরাইল। বাড়িঘরগুলো পূর্ব জেরুজালেমের শেষ প্রান্তে অবস্থিত। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বাড়িঘর নির্মাণ করেছিলেন। কিন্তু ইসরাইল পশ্চিম তীরের অবশিষ্ট জমি দখল করতে সব বাড়িঘর ভেঙে দিচ্ছে। এ বিষয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তীব্র নিন্দা জানালেও প্রতিবেশি আরব দেশগুলো এতে নীরব ভূমিকা পালন করছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, 'পূর্ব জেরুজালেমের ওয়াদি হুমুস এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে ইসরাইল যুদ্ধপরাধ করেছে।' ধ্বংসযজ্ঞ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct