সদ্য শেষ হয়ে যাওয়া বিশ্বকাপে দলকে শেষ মুহূতে টেনে তুলতে সফল হননি তিনি। যার ফলে ভারতের সবকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়া নিয়ে চারিদিকে আলোচনা। বিশ্বকাপে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারার জন্য ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না, সেটা আগেই বোঝা গিয়েছিল। তার মাঝে চলে এলো তাঁর ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে এখন দু’মাস ট্রেনিং করার বিষয়টি। অনেকের প্রশ্ন, দু’মাস জাতীয় দল থেকে দূরে থেকে সেনা ছাউনি থেকে ফিরলে, ধোনিকে কি দেশের নীল জার্সিতে মাঠে খেলতে দেখা যাবে? বোডের সবশেষ দল নির্বাচনী সভায় অন্তত ধোনির জন্য খুব উৎসাহব্যঞ্জক বার্তা শোনা যায়নি। তবে সেখানে একটা জিনিস দারুণভাবে পরিস্কার হয়ে গিয়েছে। ধোনি অবসর নেবেন কিনা, সেটার সিদ্ধান্ত তাঁকে নিতে হবে। নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদকে ধোনিকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা বার বার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও তার মধ্যেই পরিস্কার বুঝিয়ে দিয়েছেন, আগামীদিনে তারা ঋষভ পন্থকে তুলে ধরার চেষ্টা করেছেন। নির্বাচক প্রধানের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। না বলেও তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, পন্থকেই উত্তরসূরি বেছে নিয়ে তারা ধোনি-পরবর্তী যুগের সূচনা করার কথা ভাবছেন। এতে দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যাচ্ছে, ধোনিকে আর দলে ফেরানো হবে না।