পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে তাঁকে আবেদন জানিয়েছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ‘আমাকে দিয়ে যদি সত্যিই হয়, তা হলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আমার আপত্তি নেই ।’ যদিও ভারতের দাবী, এমন প্রস্তাব ট্রাম্পকে দেওয়ার প্রশ্নই ওঠে না। ডোনাল্ড ট্র্যাম্প বলেন, ‘কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। উনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি মধ্যস্থতা করবেন? আমি জিজ্ঞাসা করি কোন বিষয়ে? তখনই উনি কাশ্মীরের কথা বলেন।’ ট্রাম্পের এই মন্তব্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভারতে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, 'এ বার কি তবে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী বলবে ভারত সরকার নাকি আড়ালে আবডালে কাশ্মীর সমস্যা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ব্যাপারে তাদের অবস্থান বদলে গিয়েছে?’
তবে পরে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার অবশ্য সাফ বলে দেন, ' এ রকম কোনও আহ্বান প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে করেননি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct