চাঁদ সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ এবং পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ । এতে রয়েছে বিপুল পরিমাণ ‘হিলিয়াম-৩’ যেটা পৃথিবীতে শক্তির যাবতীয় চাহিদা মেটাতে পারে অন্তত ১০ হাজার বছরের জন্য।
পৃথিবীতে ৫ হাজার কিলোগ্রাম ওজনের কয়লা পোড়ালে যতটা শক্তি উৎপাদন হয়, চাঁদের মাত্র ৪০ গ্রাম হিলিয়াম-৩ মৌল থেকে তৈরি হয় ততটাই শক্তি! এতে ফলে কত কম পরিমাণে ওই মৌলের প্রয়োজন হচ্ছে এই বিপুল পরিমাণ শক্তি তৈরি করতে! মূলত এই সব কারণে চিনের পাশাপাশি ভারতও ছুটতে চাঁদ জয় করতে। বিষয়টি মাথায় রেখে এবার বিশ্বের বিভিন্ন ছোট ছোট উন্নয়নশীল দেশগুলোও চাঁদে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। কারণ, তারা বুঝে গিয়েছে, অপ্রচলিত উপায়ে শক্তি উৎপাদনের সেরা হাতিয়ারটি রয়েছে চাঁদের মধ্যে।অনেকের প্রশ্ন, চাঁদ থেকে পাওয়া হিলিয়াম-৩ কীভাবে কাজে লাগবে পৃথিবীতে শক্তি উৎপাদনে? আসলে পূথিবীতে তিন ভাগই জল। বাকি এক ভাগ স্থল। পৃথিবী কার্যত ভরে রয়েছে সাগর, মহাসাগরে। সেই জলে রয়েছে প্রচুর পরিমাণে ডয়টেরিয়াম অক্সাইড । এই ডয়টেরিয়াম অক্সাইডের সঙ্গে পরমাণু চুল্লিতে হিলিয়াম-৩ মৌলের বিক্রিয়া ঘটালেই জন্মাতে পারে বিপুল পরিমাণ শক্তির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct