অাত্মঘাতী হামলা এবার অাফ্রিকার দেশ নাইজেরিয়ায়৷ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে ও সোমাবর ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন৷ নাইজেরিয়ার বর্নো প্রদেশের অন্যতম শহর মাইদুগিরির একটি শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়৷ হামলাকারীদের মধ্যে চারজন মহিলা বলে বর্নো প্রদেশে পুলিশ জানিয়েছে৷
বর্নো প্রদেশের পুলিশ কমিশনার দামিয়ান চুকওয়াই জানিয়েছেন নিহতদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও নিরাপত্তা রক্ষীরাও রয়েছে৷
নাইজেরিয়ার সিভিল সোসাইটির মুখপাত্র বেলো ডানবাত্তা বলেন রবিবার গভীর রাতে এই হামলা শুরু হয়। একজর দালুরি শরণার্থী শিবিরে হামলা চালায়। পরে সোমবার সকালে আরেকজন বিস্ফোরণ ঘটায়।
বাস্তুহারাদের এই শিবিরে এটাই প্রথম বড় কোনও হামলা। জঙ্গি সংগঠন বোকো হারামের হামলার পর হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
কিছুদিন আগেই নাইজেরিয়ার সেনাপ্রধান ঘোষণা দিয়েছিলেন যে ৪০ দিনের মধ্যে বোকো হারামকে নির্মূল করতে হবে। তবে এটি কারা করেছে তা জনা যায়নি৷ যদিও সন্দেহের তীর বোকো হারামের দিকে৷