মানব জাতির জন্ম নিয়ে বিজ্ঞানী ডারউইনের তত্ত্ব ভুল। বানর নয়, বরং ঋষিদের থেকেই উৎপত্তি হয়েছে মানুষ প্রজাতির। মানুষ ঋষিদের সন্তান। এভাবেই লোকসভায় সওয়াল করলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও বিজেপি সাংসদ সত্যপাল সিং।
মানবাধিকার আইনসংক্রান্ত বিল পাসের আলোচনার সময় বক্তব্য রাখছিলেন গতবারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সত্যপাল সিং। তাঁর বক্তৃতায় চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বকে উড়িয়ে দেন। ডারউইনের তত্ত্বকে নস্যাৎ করে লোকসভায় তিনি বলেন, বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হয়নি, ঋষিদের থেকেই উৎপত্তি হয়েছে মানুষের। ঋষিদের সন্তান হল মানুষ।
দেশে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতি মানবাধিকারকে গুরুত্ব দেয় না, এমনকি আমাদের সংস্কৃতিতে মানবাধিকারকর্মী ধারণাটিরই কোনো অস্তিত্ব নেই। আমাদের সংস্কৃতি বলে, আমরা ঋষিদের সন্তান। যারা বিশ্বাস করেন আমরা বানর প্রজাতি থেকে এসেছি, তাদের খাটো করার ইচ্ছা নেই আমার। কিন্তু আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা ঋষিদেরই সন্তান। এভাবেই ডারউইনের তত্ত্বকে খারিজ করে দেন।
প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বেশ কয়েকজন সাংসদ। তার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি জোর প্রতিবাদ করেন সত্যপাল সিংয়ের বক্তব্যের। তার সঙ্গে সরব হন অন্য বিরোধী সাংসদরাও। উল্লেখ্য, নতুন লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন মহুয়া। এর আগে লোকসভায় দেওয়া নিজের প্রথম ভাষণ দিয়েই মহুয়া সবার নজর কেড়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct