ইরানের বিরুদ্ধে যুদ্ধের আবহ তৈরি হচ্ছিল উপসাগরীয় অঞ্চলে। মার্কিন সেনাতরী পাঠানো হচ্ছে। সৌদি আরবে সেনা পাঠানো হচ্ছে। সব মিলিয়ে আমেরিকা ইরানকে যুদ্ধের মুখে ফেলতে চাইছে। আর আমেরিকার সঙ্গে সাথে দিচ্ছে ব্রিটেন, ফ্রান্স। পিছু হাটছে না ইরান। তারাও পাল্টা উদ্যোগ নিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার ব্রিটেনের একটি তেল ট্যাংকার আটক করেছে। এতে ২৩ জন ক্রু ছিলেন বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ব্রিটেনের তেলবাহী ট্যাংকারটিকে আটক করা হয়েছে। জাহাজটির নাম স্টেনা ইমপেরো। জাহাজটি সৌদি আরব যাওয়ার পথে ছিল আটক হওয়া জাহাজের মালিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা দল জানায়, আমরা বর্তমানে জাহাজটির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি।
আইআরজিসি'র জনসংযোগ দফতর শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে 'স্টেনা ইমপেরো' নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আরো জানানো হয়, আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মান না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটি আটকের অনুরোধ জানায়।
এই ঘটনায় ব্রিটেন সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা সিএনএনকে জানায়, ‘আমরা ‘ট্যাংকার আটক হওয়ার’ ঘটনার আরো তথ্য সন্ধান করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct