সবাইকে অবাক করে দিয়ে জাতিসংঘের দ্বারা নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল মুয়াল্লিমি জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না তার দেশ। সম্প্রতি তাদের সঙ্গে এ ব্যাপারে ইরানের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, 'ইয়েমেনসহ কোন স্থানেই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না সৌদি আরব। পবিত্র মক্কায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির গত জুনের বৈঠকের সময় তেহরানের সঙ্গে যোগাযোগ হয়েছে।' সৌদির রাষ্ট্রদূত আরও বলেন, 'আমার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে, তবে এ বিষয়টির জন্য দুই দেশের পক্ষ থেকেই উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে। পাশাপাশি ইয়েমেনে যুদ্ধের তীব্রতা কমানোর সময়ও এসে গিয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct