অসমে নাগারিকপঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের মত জানাল সুপ্রিম কোর্টে। অসমে নাগারিকপঞ্জি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠলেও তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ দেখল না কেন্দ্র। উল্টে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল তারা ভারতকে শরণার্থীদের রাজধানীতে পরিণত করতে চায় না। এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষই সলিসিটর জেনারেল তুষার মেহতা হাজির ছিলেন সুপ্রিম কোর্টে। তিনি দাবি করেন, খসড়া নাগরিগপঞ্জিতে কয়েক লাখ লোকের নাম ভুলভাবে নথিভুক্ত হয়েছে। যদিও এর আগে জানা গিয়েছিল নাগরিকপঞ্জিতে ৪০ লক্ষ বাঙালির নাম বাদ গিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মুসলিম হলেও হিন্দুদের সংখ্যাও কম নয়। নাগরিক পাঁজিতে নাম না ওঠায় বহু মানুষ আত্মহত্যা করেছেন তাদের সিংহভাগ হিন্দু সম্প্রদায়ের। তাতে হেলদোল নেই কেন্দ্রের। বরং তারা আরো মানুষকে অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করতে চায়।
এদিন সুপ্রিম কোর্টে অসম সরকার দাবি করে, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল ৩১ জুলাই, সেই সীমা বাড়ানো হোক। তাদের দাবি, বহু বাংলাদেশির নাম তালিকায় ঢুকে গেছে।
উল্লেখ্য, প্রথম খসড়া এনআরসি তালিকা প্রকাশ করা হয় ২০১৮ সালের ১ জানুয়ারি।