ফুটবলারদের আয় এখন আর মামুলি নয়। বিশেষ করে যারা বিশ্ববিখ্যাত লিগে খেলে থাকেন। আগে আমরা জানতাম মারাদোনা, কিংবা হাল আমলের মেসি। এরা যেসব ক্লাবে খেলেন সেখান থেকে প্রচুর টাকা আয় করেন। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ডাচ সেন্টার ব্যাক মাথিস ডি লাইট। প্রখ্যাত ক্লাব জুভেন্টাসে খেলার জন্য তিনি সাড়ে সাত কোটি ইউরো যা ভারতীয় মূল্যে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা পাচ্ছেন। পাঁচ বছরের চুক্তি হয়েছে ইতালির এই ক্লাবের সঙ্গে। উল্লেখ্য, আয়াক্স আমস্টার্ডামের হয়ে গত চ্যাম্পিয়নস লিগে নজর কেড়েছিলেন মাথিস ডি লাইট। মৌসুম শেষ না হতেই কাড়াকাড়ি পড়ে গিয়েছিল ডাচ সেন্টার ব্যাককে নিয়ে। শেষ পর্যন্ত জুভেন্টাস কিনে নিল।
সাড়ে ৭ কোটি ইউরোতে ডি লাইটকে দলে নিল জুভেন্টাস। নেদারল্যান্ডসের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাঁচ বছরের চুক্তি করেছেন ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে। গত সপ্তাহে জুভেন্টাসের সঙ্গে কথাবার্তা হয় ডি লাইটের। চুক্তি অনুযায়ী প্রত্যেক সিজনে ১ কোটি ২০ ইউরো আয় করবেন তিনি। মূল বেতন ৮০ লাখের সঙ্গে ৪০ লাখ ইউরো বোনাস। ডি লাইট বুধবার স্বাস্থ্য পরীক্ষার পর দলবদল চূড়ান্ত করেন। ২০১৬ সালে আয়াক্সে অভিষেকের পর থেকে সম্ভাবনাময়ী পারফর্ম করে যাচ্ছেন এই তরুণ। গত মৌসুমে ডাচ ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। কিন্তু টটেনহাম হটস্পারের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে যায় তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct