ইউরোপীয় কমিশনের (ইসি) প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাক্তন জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডেয়ার লিয়ন। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ইউরোপীয় পার্লামেন্টের ৩৮৩ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট পড়ে ৩২৭টি। ১ নভেম্বর বিদায়ী প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন উরসুলা ফন ডেয়ার লিয়ন। এদিন গোপন ব্যালটে কাউন্সিল মনোনীত জার্মান রাজনীতিক উরসুলা ভন ডার লিয়নের পক্ষে-বিপক্ষে ভোট দেন তারা। ভোট গণনার পর পার্লামেন্টের প্রেসিডেন্ট জানান, জয়ের জন্য ৩৭৪ ভোটের প্রয়োজন হলেও, উরসুলা পেয়েছেন ৩৮৩ ভোট। জেতার প্রতিক্রিয়ায় আগামী ৩০ বছরের মধ্যে ইউরোপকে কার্বন নিঃসরণমুক্ত করার ঘোষণা দেন উরসুলা। ইউরোপীয় কমিশনের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট উরসুলা বলেন, পার্লামেন্ট সদস্যদের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরার জন্য মাত্র ১৩ দিন সময় পেয়েছিলাম। আমাদের অন্যতম লক্ষ্য ২০৫০ সালের মধ্য জলবায়ু পরিবর্তন রোধ করা। অনেক কিছুতে পরিবর্তন আনতে হবে। এজন্য সবার ঐকমত্য জরুরি।এর আগেযুক্তরাজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার (ব্রেক্সিট) সময়সীমা বাড়ানোর পক্ষেও মত দেন তিনি। এছাড়া, ইউরোপীয় সীমান্তে নিরাপত্তারক্ষী বাড়ানোর পাশাপাশি আশ্রয়প্রার্থীদের অধিকার রক্ষার ঘোষণাও দেন উসসুলা। এরই মধ্যে কমিশনের বিদায়ী প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার, কাউন্সিল প্রধান ডোনাল্ড টাস্ক, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সুইডিশ প্রধানমন্ত্রীসহ অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে পেশায় চিকিৎসক ছিলেন উরসুলা ফন ডেয়ার লিয়ন। আগামী ১ নভেম্বর পাঁচ বছরের জন্য কমিশনের প্রধানের দায়িত্ব নেবেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct