জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত ৩৮ জন। বৃহস্পতিবার সকালে কিওটো অ্যানিমেশন স্টুডিওর তিন তলা ভবনে আগুন লাগলে স্টুডিওটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।প্রাথমিকভাবে ৩৮ জনের অগ্নিদগ্ধের কথা জানা গেলেও তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য,জাপানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই অ্যানিমেশন স্টুডিওটি। সাউন্ড, ইফোরিয়াম, অ্যা সাইলেন্ট ভয়েস ও ভায়োলেন্ট এভারগার্ডেন এর মতো বিখ্যাত অ্যানিমেশন তৈরি করেছে কিয়োটো অ্যানিমেশন। পুলিশের ধারণা, সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়। কিয়োটো নগরী দমকল বিভাগের মুখপাত্র সংবাদ সংস্থাকেজানান, আগুন লাগার ফলে অনেকে দগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। বলে আমরা জানতে পেরেছি। মারাত্মকভাবে দগ্ধদের অনেকে জ্ঞান হারিয়েছেন।আগুন নিয়ন্ত্রণের সরঞ্জামাদি নিয়ে ৩৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও দমকল কর্মীরা অবস্থান করছেন সেখানে। আগুন লাগার কারণ হিসেবে পুলিশের প্রাথমিক ধারণা, এক ব্যক্তি স্টুডিওটি লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে সেখানে আগুন লাগে ও দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct