জ্বালানি শেষ হওয়া যাওয়ায় লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটির। ফলে অল্পের জন্য রক্ষা পান ১৫৩ জন বিমান যাত্রী। ঘটনাটি সোমবারের হলেও বৃহস্পতিবার নজরে এসেছে বিষয়টি। জানা গেছে,
মুম্বাই থেকে দিল্লিগামী ভিস্তারা বিমানটি যখন যাচ্ছিল তখন খারাপ আবহাওয়ার কারণে একাধিক বিমানবন্দরে নামার চেষ্টা করে। বহুক্ষণ আকাশে ঘরে জ্বালানি শেষ হয়ে যায়। তখন বাধ্য হয়ে লখনউ বিমানবন্দরে অবতরণ করে ভিস্তারার একটি বিমান। যদিও সম্পূর্ন নিরাপদেই বিমানটি নামে।
ভিস্তারা বিমান কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ১৫৩ জন যাত্রী নিয়ে সোমবার মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে যায় ভিস্তারা এয়ারলাইনসের এ-৩২০ বিমানটি। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় বিমানটি দিল্লিতে অবতরণ করেনি। পরে দিল্লি এটিসি থেকে বিমানটিকে পাঠিয়ে দেয়া হয় লখনউয়ে। কিন্তু সেখানকার আবহাওয়া একই থাকায় নামতে পারেনি। কোনো উপায় না দেখে কানপুর অথবা ইলাহাবাদের দিকে যেতে বলা হয় ভিস্তারার ওই বিমানটিকে। কিন্তু ইলাহাবাদের দিকে যাওয়ার পথে লখনউ এটিসি থেকে ফের জানানো হয়, লখনউয়ের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। অবতরণে সমস্যা হবে না। তখন পাইলট লখনউয়ের দিকে ফিরে এসে অবতরণের অনুমতি চান এবং ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেন। শেষ পর্যন্ত এটিসির অনুমতি নেওয়ার পর নিরাপদেই অবতরণ করে বিমানটি। ফলে জোর বিপদ থেকে রক্ষা পান যাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct