চন্দ্রযান-২ অভিযান ফের চালানো হবে। গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে উৎক্ষেপণ বাতিল করার পর ইসরো নতুন তারিখ ঘোষণা করেছে।
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান-২-এর উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে চন্দ্র অভিযান স্থগিত রাখা হয়। এর সাক্ষী থাকার জন্য হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু ওই দিন রাত আড়াইটা নাগাদ ত্রুটি ধরা পড়ায় চন্দ্রযান-২ উৎক্ষেপণ প্রক্রিয়া বাতিল হয়। এবার সেই ত্রুটি সরিয়ে নতুন করে উৎক্ষেপণ করা হবে ২২ জুলাই। ইসরো এই ঘোষণা দিয়েছে। ইসরোর বিজ্ঞানীরা আশা করছেন এবার আর উৎক্ষেপণ সফল হবে। আর তা হবে দেশের জন্য এক বার কৃতিত্বের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct