প্রতিটি বাড়িতেই প্রায় নারকেল তেল ব্যবহার করা হয়৷ অামরা সাধারণত মাথার চুলে ব্যবহার করলেও কেরলে রান্নায় ব্যবহৃত হয়৷ যদিও অামরা জানি নারিকেল তেল উপকারী৷ কিন্তু আধুনিক বিজ্ঞান এবং গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন নারকেল তেল উপকারী হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এটা নিয়মিত ব্যবহার করলে৷
কিছু গবেষক ও বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষার পর বলছেন নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে শরীরের রক্তচাপ বাড়িয়ে দেয়। এর মূলে হল নাকেল তেলে থাকা ফ্যাট৷
অার নারকেল তেলের ব্যবহারে শরীরের ওজন বাড়ে। রান্নায় নারকেল তেল বেশি ব্যবহারে ডায়রিয়াও হওয়ার আশঙ্কা থাকে। গায়ে বা হাতে বেশি নারকেল তেল মাখলে ত্বকে এলার্জিও দেখা দিতে পারে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct