অপরাধ করেও লুকিয়ে ছিলেন তিনি। পুলিশ তন্নতন্ন করে খুঁজেও পাচ্ছিল না আসামিকে। কিন্তু বিপত্তি বাধালো 'বাতকর্ম'। অনেকক্ষণ চেপে রেখেও আর পারলেন না। একসময় বিকট শব্দে বায়ু ত্যাগ! আর 'ত্যাগের সুখের' বদলে হাতে এল পুলিশের হাতকড়া। আসামির বায়ু ত্যাগের শব্দেই পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশে। জানা গিয়েছে, মিসৌরি অঙ্গরাজ্যে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় দিন কয়েক আগে। তার খোঁজে অভিযানে নামে ক্লে কাউন্টি শেরিফ অফিসের পুলিশ। কিন্তু বাড়ির কাছে বহু খুঁজেও হদিশ মিলছিল না ওই ব্যক্তির। এমন সময় একটি অপ্রত্যাশিত শব্দ ভেসে আসে বাড়ির কাছের ঝোপ থেকে। কাছে যেতেই দুর্গন্ধ। ব্যাস, পুলিশকর্মীরা বুঝে গেলেন অভিযুক্ত রয়েছে ঝোপের আড়ালেই। পরে সেখান থেকে তাকে বের করে এনে গ্রেফতার করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct