শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মহাকাশে পাড়ি দিতে পারলে না ‘চন্দ্রযান-২’। সোমবার ভোররাত ২টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান-২-এর উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে চন্দ্র অভিযান স্থগিত রাখা হয়।
এ ব্যাপারে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন রকেট থেকে জ্বালানি লিক করেছে। চন্দ্রযান-২ উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে চোখে পড়ে এই যান্ত্রিক সমস্যা। সে কারণেই ‘চন্দ্রযান-২’-এর যাত্রা স্থগিত করা হয়েছে। উৎক্ষেপণের নতুন দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। উল্লেখ্য, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct