দেশের গণতন্ত্র বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কংগ্রেসের দ্বায়িত্ব নেওয়ার পরামশ দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, বিজেপির একচেটিয়া রাজত্ব চললে ,বিপন্ন হবে দেশের গণতন্ত্র। এই অবস্থায় ইউনাইটেড কংগ্রেসের সভানেত্রী হোন মমতা। ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, 'গোয়া ও কাশ্মীরের পরিস্থিতি দেখার পর তার মনে হচ্ছে, দেশে একটাই দল বিজেপি থাকলে বিপন্ন হবে দেশের গণতন্ত্র।তাই এবার ইতালিয়ান ও পরিবারের লোকেরা বিদায় নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত কংগ্রেসের সভানেত্রী করা হোক। কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া উচিত এনসিপি-রও।' ক'দিন আগে গোয়াতে ১০ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপি-তে। কর্ণাটকেও টলমল অবস্থায় কংগ্রেস। সেই দিকে তাকিয়েই বিরোধী রাজনীতি টিকিয়ে রাখতে এমন পরামর্শ দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। রাহুল গান্ধী লোকসভা ভোটে হারের দায় স্বীকার করে ইতিমধ্যেই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। লোকসভা নির্বাচনে রাজ্যে খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। একই অবস্থা এনসিপির। শরদ পাওয়ারের দলেরও ভরাডুবি হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী মনে করছেন, কংগ্রেসের নেতৃত্বের অভাব প্রকট। আবার, কংগ্রেস ভেঙে গঠিত তৃণমূল ও এনসিপিও বিপর্যয়ের মুখে পড়েছে। এই অবস্থায় কংগ্রেসের সঙ্গে এনসিপি ও তৃণমূল মিশে যাক। এবং ইউনাইটেড কংগ্রেসকে নেতৃত্ব দিন মমতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct