এক ওভারে ৬টা ছক্কা মেরে রেকর্ড করলেন রস হোয়াইটলি। ন্যাটওয়েস্ট টি২০ বস্নাস্টে রোববার উস্টারশায়ারের এই ব্যাটসম্যান এক ওভারে ছটি ছক্কা হাঁকিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন৷ যদিও তাতে তার দলকে জেতাতে পারেননি, হোয়াইটলির ২৬ বলে ৬৫ রানের রেকর্ডগড়া ইনিংসটি তাই মর্যাদা পায়নি। ডেভিড উইলির বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ম্যাচটি ৩৭ রানে জিতেছে ইয়র্কশায়ার। হেডিংলিতে উইলির ৫৫ বলে ১১৮ রানের বিস্ফোরক ইনিংসে আগে ব্যাটিংয়ে নামা ইয়র্কশায়ার তুলেছিল ২৩৩ রান। জবাবে উস্টারশায়ার তুলতে পারে ১৯৬ রান। তবে ইনিংসের ১৬তম ওভারে হোয়াইটলির তা-ব ম্যাচটা জমিয়ে তুলেছিল। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৯৮ রান দরকার ছিল উস্টারশায়ারের। তখন বল করতে আসনে কার্ল কারভার। ওই ওভারেই হোয়াইটলির ছয় ছক্কার ইতিহাস। সঙ্গে কারভার একটি ওয়াইডও দিয়েছেন। সব মিলে এক ওভারেই ৩৭ রান দিয়েছেন কারভার।
বোলার কারভারের জন্য ওভারটি ছিল রীতিমতো দুঃস্বপ্নময়। তাকে সেই দুঃস্বপ্ন উপহার দেয়া হোয়াইটলি ম্যাচ শেষে অবশ্য সহানুভূতি জানিয়েছেন। তিনি বলেছেন, 'এভাবে ব্যাট করার উপযুক্ত সময় ছিল তখন। আমি ঠিক করেছিলাম, গিয়েই মারতে হবে। প্রথমটি মাঝ ব্যাটে লাগার পর চালিয়ে যেতে চেয়েছি। কখনোই ভাবিনি পেশাদার ক্রিকেটে এমন কিছু করতে পারব। বোলারের ভাগ্য খারাপ, লেগ সাইডে সীমানা ছোট ছিল।'
স্বীকৃত ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর ষষ্ঠ ঘটনা এটি, যার শুরুটা হয়েছিল স্যার গ্যারি সোবার্সের ব্যাটে। ওভারে ছয় ছক্কার সবচেয়ে বিখ্যাত উদাহরণ সেটি। ১৯৬৮ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ারের হয়ে ক্যারিবীয় কিংবদন্তি ছয় ছক্কা মেরেছিলেন গ্ল্যামারগনের বাঁহাতি স্পিনার ম্যালকম ন্যাশের বলে। এরপর ১৯৮৫ সালে রঞ্জি ট্রফির ম্যাচে বাঁহাতি স্পিনার তিলক রাজের বলে ছয় ছক্কা মেরেছিলেন রবি শাস্ত্রী।
আন্তর্জাতিক ক্রিকেট ওভারে ছয় ছক্কার নজির প্রথম দেখেছে হার্শেল গিবসের ব্যাটে। ২০০৭ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ওপেনার। দুর্ভাগা বোলারটির নাম ডান ফন বাঙ্গি। ওই ২০০৭ সালেই টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। সেদিন ১২ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ডটা এখনো নিজের দখলে রেখেছেন যুবরাজ।
হোয়াইটলির আগে অর্থাৎ এক ওভারে ছয় ছক্কার সবশেষ কীর্তিটা গড়েছিলেন জর্ডান ক্লার্ক। ২০১৩ সালে ইংল্যান্ডের এই টি২০ বস্নাস্টেই ইয়র্কশায়ারের বিপক্ষে রেকর্ডের পাতায় নাম তুলেছিলেন ল্যাঙ্কাশায়ারের ব্যাটসম্যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct