৩৭ বছর বয়সী চেলাইস স্কোলস নামের এক মহিলা বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। দারিদ্রতার কারণে তাঁকে তার নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তহবিল সংগ্রহে নামতে হয়েছে। দুই বছর আগে চেলাইস স্কোলসের মা হৃদরোগ এবং স্তন ক্যান্সারের কারণে মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে স্কোলস তার নিজের ১০০০ ডলারের ক্ষুদ্র জীবন বীমা পলিসির অর্থ খরচ করেছিলেন। সে সময় স্কোলসের বয়স ছিল ৩৫। তখন তিনি ভেবেছিলেন, নতুন একটি জীবন বীমা পলিসি কিনতে তার হাতে যথেষ্ট সময় রয়েছে। দুঃখজনকভাবে তার ধারণা ভুল ছিল। ওই ঘটনার প্রায় এক বছর পরে, ২০১৮ সালের নভেম্বর মাসে অস্বাভাবিক রক্তপাতের কারণে স্কোলসের জীবন সংকটাপন্ন হয়ে পড়ল। পরীক্ষায় ধরা পড়ল যে, সার্ভিকাল ক্যান্সার তার লিভারে ছড়িয়ে পড়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভাগ্য ভালো হলে তিনি বড়জোর আর ছয় মাস বেঁচে থাকতে পারবেন। আর তাই এখন থেকেই নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় জন্য আর্থিক সাহায্য চাইলেন শিকাগোর নিবাসী স্কোলস।হেলথ কেয়ার কল সেন্টার চাকুরী করেন তিনি। তার কোনো সঞ্চয় এবং জীবন বীমাও নেই। অন্ত্যেষ্টিক্রিয়ার বিশাল খরচ তার দাদা এবং পিসিকে বহন করতে হবে, এটা ভেবে দু:শ্চিন্তাগ্রস্ত ছিলেন তিনি। গত মে মাসে তার নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ সংগ্রহে একটি আইডিয়া পেলেন স্কোলস। তিনি ফেসবুকে একটি পোস্টে ৪ ডলারে রিষ্টব্যান্ড বিক্রির ঘোষণা দিলেন। হ্যাশট্যাগ করলেন 'ক্রেজিস্ট্রোট্রং' নামে। স্কোলসের বেস্টফ্রেন্ড প্যারিস গ্রিন এই আইডিয়াটি জুন মাসে একটি গোফান্ডিম নামের একটি ফেসবুক পেজে শেয়ার করেন। এখানে তিনি স্মরণসভা সংক্রান্ত কাজের জন্য ১০০০০ ডলার সংগ্রহের প্রত্যাশা করেন। যেদিন পোষ্ট দেওয়া হলো, পরদিন সকালে ১০০০ ডলারেরও বেশি অর্থ জমা হয়ে যায়। তার পরের দিন, এটি ১০০০০ ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct