প্লাস্টিকের ব্যাগ খেয়ে ৯টি হরিণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের নারা পার্কে। বন্যপ্রাণী গ্রুপ দ্য নারা ডিয়ার প্রিজারভেশন ফাউন্ডেশন জানিয়েছে, গত মার্চ থেকে জুনের মধ্যে মৃত্যু হওয়া ১৪টি হরিণের মধ্যে ৯টির পেটের ভিতর বিপুল পরিমাণ প্লাস্টিক ব্যাগ ও ফুড রাপার পাওয়া গিয়েছে।একটি হরিণের পেটের ভিতর থেকে চার কেজির বেশি পরিমাণ আবর্জনা পাওয়া গিয়েছে। নারা, পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। এখানে ১২০০’র বেশি হরিণ রয়েছে। প্লাস্টিকের ব্যাগ খেয়ে মৃত্যু হওয়া হরিণগুলো সিকা প্রজাতি। এটি জাপানে একটি জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত এবং দেশটির আইনে এই হরিণের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এসব হরিণের অধিকাংশই নারা পার্কের ভিতরে বিভিন্ন মন্দির ও মাজারের আশপাশে জড়ো হয়। এ সময় পর্যটকরা চাইলে এসব হরিণকে বিশেষভাবে তৈরি চিনি ছাড়া প্লাস্টিকের খোলস ছাড়া ক্রেকার খাওয়াতে পারে। তবে মনে করা হয়, কিছু পর্যটকরা প্রায়ই ফুড রাপার প্লাস্টিকের ব্যাগ এই দ্বীপে ফেলে যায়। পরে হরিণরা ওই ব্যাগগুলোর গন্ধ শুঁকে ভাবে যে, এগুলো খাবার এবং তারা তা খেয়ে ফেলে।
ফাউন্ডেশনটি টুইটারে একটি ছবি পোস্ট করেছে, সেখানে দেখা যায়—একটি মৃত হরিণের পেটের ভেতর থেকে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্লাস্টিকের কারণে পাকস্থলীর রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ওই হরিণটি অপুষ্টিতে মারা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct