ব্যাপারটি সাধারণ মানুষের কাছে হাস্যকর বা উদ্ভটই মনে হলেও, এটা একশো শতাংশ সত্যি।ঘুমাতে যাওয়ার আগে মুখে স্কচটেপ লাগিয়ে নেন ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় গায়িকা। শুধু তিনিই নন, স্বামী-সন্তানকেও অভ্যন্ত করেছেন এ কাজে। গত তিন মাস ধরে চলছে তাদের এই কর্মকাণ্ড। জানা গিয়েছে, মুখে স্কচটেপ লাগিয়ে ঘুমাতে যাওয়া ওই গায়িকার নাম এনদিয়েন। সম্প্রতি ঘুমানোর এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত লিখে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। জনপ্রিয় এই গায়িকার পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয়। এ বিষয়ে এনদিয়েন জানান, তারা ঘুমানোর সময় নিয়মিত যেটি অনুশীলন করছেন এর নাম বুতেইকো। গত তিন মাস ধরে ব্যতিক্রমী এই কাজটি করছেন তারা। ঘুমানোর সময় মুখে স্কচটেপ দিয়ে রাখার অর্থ হলো নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া। এভাবে ঘুমানোর কারণে তার ঘুম আগের চেয়ে অনেক ভালো হয়। এছাড়া মুখে স্কচটেপ লাগিয়ে ঘুমালে গলা শুকায় না এবং মুখ থেকে দুর্গন্ধও বের হয় না। সব মিলিয়ে এটাকে বেশ উপকারী বলছেন তারা। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এই পদ্ধতি যতটা উপকারী বলা হচ্ছে এটা ঠিক ততটা উপকারী নয়। মুখে স্কচটেপ লাগিয়ে ঘুমানো খুবই বিপজ্জনক। বিশেষ করে শিশুদের জন্য। যেকোনো কারণে তাদের নাকে নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। আর তখন মুখ টেপ দিয়ে বন্ধ থাকলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct