সীমান্ত থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে চিন। ভুটান সীমান্তে ডোকলাম এলাকা তথেকে সেনা প্রত্যাহারের দাবি জানায় তারা৷
অাল জাজিরা সূত্র জানিয়েছে উভয় দেশের অন্তত ৩০০ সেনা ডোকলাম প্লেটু এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে আছে। যদিও ভুটান এলাকাটির মালিকানা দাবি করেছে। জুন মাসে চিন ভারত সীমান্ত লাগোয়া একটি সড়ক নির্মাণ শুরু করলে চলমান সংকট শুরু হয়। ভুটান সহযোগিতা চাইলে সিকিম থেকে সেনা পাঠায় ভারত। এ অবস্থায় চিন বাস্তবে হুঁশিয়ারি দিয়েছে৷
সোমবার চিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইউ কিয়ান জানান, চিনের নিজেকে রক্ষার সামর্থ্য সম্পর্কে ভারতের কোনও ভুল ধারনা থাকা উচিত হবে না। চিন মনে করে ডোকলাম প্লেটু দেশটির সার্বভৌম অঞ্চল।
হুশিয়ারির সুরে কিয়ান আরও বলেন, একটি পাহাড়কে নাড়িয়ে দেওয়া সহজ কিন্তু পিপল’স লিবারেশন আর্মিকে নাড়ানো কঠিন। আমরা ভারতের প্রতি আহ্বান জানাই, বাস্তবসম্মত পদক্ষেপ নিতে, নিজেদের ভুল শুধরে নিতে, প্ররোচনা বন্ধ করতে এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে চিনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, সীমান্তে সড়ক নির্মাণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ। চিন যদি তিন দেশের সহাবস্থান নষ্ট করে তাহলে বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct