মহিলাদের একা বিদেশ ভ্রমণের ব্যাপারে আইন লঘু করার পথে এগোচ্ছে। এতদিন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া সৌদি মহিলাদের বিদেশে ভ্রমণে কড়াকড়ি ছিল। এবার সেই কড়াকড়ি শিথিল করতে চলেছে সৌদি আরব। নতুন পরিকল্পনায় আইনে এমন বিধান রাখা হবে, যেখানে যেকোনো বয়সের মহিলা বা ২১ বছরের কমবয়সী পুরুষের বিদেশভ্রমণের ক্ষেত্রে তাঁর অভিভাবকের অনুমতি নিতে লাগবে না। তবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, কারাগার ত্যাগ বা নির্যাতিত নারীর আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। এ ব্যাপারে সৌদি আরবের এক প্রবীণ অফিসারের কথা তুলে ধরে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে,সৌদি মহিলারা যাতে কোনো পুরুষ আত্মীয়ের অনুমোদন ছাড়া বাইরে ভ্রমণের সুযোগ পান, সেই লক্ষ্যে অভিভাবকত্ব ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার।
এর জন্য অভিভাবকত্ব আইন পর্যালোচনার পর ভ্রমণসংক্রান্ত আইনকানুনে পরিবর্তন আনা হবে।
সৌদি রাজপরিবারের একজন সদস্যও বলেন, কোনো উত্তেজনা সৃষ্টি ছাড়াই কীভাবে এই বিষয়টি দ্রুত কার্যকর করা যায়, তা নিয়ে এখন আলাপ-আলোচনা চলছে। উল্লেখ্য, প্রচলিত অভিভাবকত্ব ব্যবস্থায় সৌদি আরবে প্রত্যেক নারীই কোনো না কোনো পুরুষ আত্মীয়ের অভিভাবকত্বের অধীন থাকেন। সেই অভিভাবক বাবা, স্বামী, ভাই, কাকা, মামা, পিসি, মাসি এমনকি ছেলেও হতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct