ভাষা শিক্ষায় বিশেষ অবদানের জন্য এবার
জাপান সরকারের অন্যতম শীর্ষ সম্মান 'দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ' পুরস্কার পেতে চলেছেন বিশিষ্ট ভাষাবিদ। পবিত্র সরকার। জাপান সরকারের তৃতীয় সর্বোচ্চ এই নাগরিক সম্মান জানানো হবে জাপানি ও বাংলা ভাষা সংযোগে বিশেষ অবদানের জন্য।
আগামী সোমবার ১৫ জুলাই কলকাতার জাপানি কনসাল জেনারেল মাসায়ুকি তাগা এই সম্মানপত্র পবিত্র সরকারের হাতে তুলে দেবেন বলে কলকাতায় জাপানি কনস্যুলেট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, জাপানের সম্রাট মেইজির আমলে, ১৮৭৫ সাল থেকে দেয়া হচ্ছে এই 'দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ' পুরস্কার। জাপানি সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। অধ্যাপক সরকার দীর্ঘদিন ধরে ভারত-জাপান সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। দু’দেশের সাহিত্যেরও তিনি অন্যতম যোগসূত্র। ‘ইন্দো-জাপান ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন’-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পবিত্র সরকার এ ব্যাপারে বিদেশি সংবাদমাধ্যমকে জানান, ‘জাপান সরকারের আমন্ত্রণে সাতবার ওদেশে গিয়েছি। প্রচুর জাপানি ছাত্রকে বাংলা শিখিয়েছি। অনুবাদ করেছি জাপানি নাটক। জাপানের টেগোর সোসাইটি চাইছিল কলকাতায় একটি জাপান চর্চার কেন্দ্র চালু করতে। সেখানকার কাজুও আজুমা আমার বন্ধু। আমি বাংলা আকাদেমির সঙ্গে টেগোর সোসাইটির যোগাযোগ করিয়ে দিই। এরপর সল্টলেকে গড়ে উঠেছে রবীন্দ্র ওকাকুরা ভবন। ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। এমন নানাবিধ কারণেই হয়তো জাপান সরকার এই পুরস্কারের জন্য আমাকে বিবেচনা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct