স্বচ্ছ ভারত’ অভিযান সফল করে তুলতে বিহারের অাওরঙ্গবাদ জেলার জেলাশাসক এক নয়া ফরমান জারি করলেন৷ আওরঙ্গবাদের জেলাশাসক কানওয়াল তনুজের নিদান, বাড়ি বাড়ি শৌচাগার বানাতে হবে। যদি অর্থে টান পড়ে দরকার হলে নিজের বউকে বেচে দিতে হবে৷ শনিবার সর্বভারতীয় নিউজ টিভি চ্যানেল এনডি টিভিতে এই প্রচারের পর সমালোচনার ঢেউ উঠেছে দেশজুড়ে৷
এনডিটিভি সূত্র জানিয়েছে আওরঙ্গবাদ জেলার এক গ্রামে জেলাশাসক বলেছেন , একটি শৌচাগার বানাতে মাত্র ১২ হাজার টাকা লাগে। এর থেকে কারো কারো স্ত্রীর মূল্য কম৷ এরপর তিনি জনতার উদ্দেশে জিজ্ঞাসা করেন এই সামান্য অর্থ কার কার নেই৷ এই কথার পর এক ব্যক্তি হাত তুলে জানান তার কাছে ১২ হাজার টাকা নেই৷ তখন জেলাশাসক তার উদ্দোশে বলেন, যদি আপনার এ কথা সত্যি হয়, তবে বাড়ি গিয়ে বউ বেচে দিন। উচ্চপদস্থ সরকারি অাধিকারিকের এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা নারী অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন৷
এ ব্যাপারে সমাজবাদী দলের স্থানীয় নেতা যুথি সিং বলেছেন, ‘সরকারি অাধিকারিক হিসেবে কখনই এমন ধরনের মন্তব্য করা উচিত নয়৷
বিহারের ক্ষমতাসীন জেডিইউ দলের নেতা রাজীব রঞ্জন বলেছেন, জেলাশাসক এমন কথা বলে থাকলে তা ঠিক করেননি৷ হযতো প্রকৃত কথা বোঝাতে গিয়ে এমন মন্তব্য করে ফেলেছেন৷ বিভিন্ন নারী সংগঠনন এর তীক্র নিন্দা করেছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct