বাংলাদেশের রাজশাহীর পুঠিয়ায় নার্সের ভুল ইনজেকশনে তিন বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভোর সাড়ে ৫টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তিশা খাতুন পুঠিয়া পৌর এলাকার পালোপাড়া গ্রামের মেয়ে। ভুক্তভোগী পরিবারের দাবি, সামান্য জ্বর নিয়ে শিশুটিকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। সেই সময় চিকিৎসকের নির্দেশে দায়িত্বরত একজন নার্স শিশুটিকে একটি ইনজেকশন পুশ করেন। কিন্তু ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শিশুটির শরীরে প্রচণ্ড খিচুনি ওঠে। এক পর্যায়ে শিশুটি মারা যায়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের ওপর চড়াও হন। খবর পেয়ে তিনি নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct