কাজের তুলনায় আপনাকে কম পারিশ্রমিক দিচ্ছে প্রতিষ্ঠান। তাহলে পারিশ্রমিক বাড়ানোর উদ্যোগ নিতে হবে আপনাকেই। আপনি কাজ জানেন এবং সেই কাজের সমানুপাতিক পারিশ্রমিকই চান। স্বাভাবিকভাবে আপনি নিজের কাজ অনুযায়ী ভালো বেতনেরও আশা করবেন।বেসরকারি প্রতিষ্ঠানে কাজের পরিধি ব্যাপক। তাই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হলে তার জন্য আপনি বাড়তি সম্মানী দাবি করতে পারেন। অনেক প্রতিষ্ঠানেই এ ধরনের সম্মানীর সুবিধা থাকে। বিভিন্ন সময় আর্থিকভাবে পুরস্কৃত করে, বোনাস ও ইনসেনটিভ দিয়ে কর্মচারীদের উৎসাহিত করে অনেক প্রতিষ্ঠান। তবে আপনার প্রতিষ্ঠানে এ ধরনের ব্যবস্থা না থাকলে এবং আপনার বেতন জীবনযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে অফিসের সুপারভাইজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি এ ব্যাপারে কথা বলুন। তাদের পরামর্শ নিন। অফিসে যদি দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকে আপনার, কিন্তু সে অনুসারে বেতন না বাড়ে তাহলে বসের কাছে প্রমোশনের ব্যাপারে কথা বলুন। কারণ প্রমোশন হলে আপনার বেতনও কিছু বাড়বে আশা করতে পারেন আপনি। চাকরি ক্ষেত্রে বদলী হওয়ার ব্যাপারটি ভালো-মন্দ দুই ধরনের সংবাদই বয়ে আনতে পারে। তবে অনেক ক্ষেত্রে বদলীর সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি পায়। তাই বেতন বাড়ার সম্ভাবনা থাকলে সুযোগটি গ্রহণ করতে পারেন। যেখানে আপনি বদলী হচ্ছেন, সেখানকার জীবনযাত্রার মান, খরচ আপনার অনুকূলেও থাকতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে যোগ্যতর এবং আস্থাশীল কর্মকর্তা/কর্মচারী হিসেবে প্রতিষ্ঠিত করুন। অফিস যেন আপনার বিকল্প কাউকে ভাবতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। নির্দিষ্ট দায়িত্বের বাইরেও অতিরিক্ত কাজ করার চেষ্টা করুন। স্বেচ্ছায় স্পেশাল প্রজেক্টগুলোতে নিজেকে যুক্ত করুন। সব কাজেই নিজের দক্ষতা ফুটিয়ে তুলুন। এতে আপনার অবস্থান দৃঢ় হবে, বেতন বাড়ার সম্ভাবনাও অনেক বাড়বে। পাশাপাশি আপনার বস যদি আপনার কাজের ব্যাপারে সন্তষ্ট না হন, তাহলে তার কাছে নিজেকে প্রমাণ করতে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। বসকে বুঝান কীভাবে টাকা ও সময় বাঁচিয়ে অফিসের জন্য আয় বাড়িয়েছেন আপনি। অথবা নতুন কোনো আইডিয়ার মাধ্যমে অফিসের কতটুকু উপকার আপনি করেছেন, বিষয়টি তাকে বুঝিয়ে বলুন। একই সঙ্গে আপনার বেতন কেন বাড়ছে না ভালোভাবে চিন্তা করুন। অনেকেই বেতন বাড়ানোর জন্য বসকে তোষামোদ করে । এর পরিণাম ভালো হয় না। বরং মনে মনে প্রতিজ্ঞা করুন নিজ গুণ ও যোগ্যতার মাধ্যমেই আপনার বেতন বাড়বে। কর্তৃপক্ষকে আপনার দক্ষতা সম্পর্কে উপলব্ধি করার সুযোগ দিন। যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করুন। বসের সামনে সংকোচ না করে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন, নিজের অর্জনটুকু তুলে ধরুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct