বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ায় বিরাট কোহলিদের সমালোচনায় মেতেছে সমর্থকরা। এমন দুঃসময়ে কোহলিরা পাশে পাচ্ছেন তাদেরই চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারকে। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর বিশ্বাস, টপ অর্ডার হারানো সত্ত্বেও কিউইদের বিপক্ষে অনবদ্য এক কামব্যাকের গল্প লেখার কাছাকাছি চলে এসেছিল ভারত। এক প্রতিক্রিয়ায় শোয়েব বলেন, ‘জয় থেকে খুব কাছে, আবার খুব দূরে ছিল ভারত। লোয়ার-অর্ডারের জন্য এটা ছিল অনবদ্য এক প্রতিরোধ।’ অধিনায়ক কোহলির আউট দেওয়া আম্পায়ারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান খুব বাজে ব্যাটিং করেছে। রোহিত (শর্মা) অবশ্য আউট হয়েছেন চমৎকার এক ডেলিভারিতে। আমি মনে করি, বিরাট কোহলি অভাগা। তাকে আউট দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। বলটি হয়তো বেলে আঘাত করতো, কিন্তু ফিল্ড আম্পায়ার তাঁকে সরাসরি আউট দিলেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct