রসুন বেশ উপকারী।বিব্রতকর ব্রণ দূর করতে ব্যবহার করতে পারেন রসুনের রস। এটি ব্রণ শুকিয়ে ফেলে দ্রুত। পাশাপাশি ত্বক নিয়ে আসে প্রাকৃতিক দীপ্তি। ব্রণ না দূর হওয়া পর্যন্ত প্রতিদিন ব্যবহার করতে পারেন রসুনের রস। তবে ত্বক অতিরিক্ত সংবেদনশীল রসুন ত্বকে ব্যবহার করার আগে পরখ করে নেওয়া দরকার।
যেভাবে ব্যবহার করা দরকার
•কয়েকটি রসুনের কোয়া পিষে নিন। সামান্য জল মিশিয়ে রস সংগ্রহ করুন।
•রাতে ঘুমানোর আগে তুলা রসুনের রসে ভিজিয়ে ব্রণের উপর লাগান।
•পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।
রসুনের রস ত্বকে ব্যবহার করবেন কেন
•রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে এসব উপাদান।
•রসুনে থাকা ভিটামিন বি৬, সি, সিলিয়াম, কপার ও জিঙ্ক ব্রণ দূর করতে সাহায্য করে।
•রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বিবর্ণ ভাব দূর করে।
•রসুনে থাকা সালফার ব্রণ দ্রুত শুকাতে সাহায্য করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct