সম্প্রতি আমেরিকার অঙ্গরাজ্যে বিনোদনের জন্য গাঁজা বৈধ করা হয়েছে, সেই জায়গায় কমেছে গাঁজা সেবনের আগ্রহ। গবেষণায় দেখা গিয়েছে, যেখানে গাঁজা বৈধ সেখানে কিশোরদের মধ্যে গাঁজা টানা প্রায় ১০ শতাংশ কমে গিয়েছে। এ বিষয়ে বিবিসি জানায়, ‘মন্টানা স্টেট ইউনিভার্সিটি’র একদল গবেষক ১৯৯৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে গবেষণা চালান।
মাকিন যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্যে চিকিৎসার প্রয়োজনে গাঁজা সেবন বৈধ। তার মধ্যে ১০টি অঙ্গরাজ্যে বিনোদন হিসেবেও গাঁজা সেবন আইনত বৈধ। যদিও সব অঙ্গরাজ্যেই ১৮ বছরের কম বয়সে গাজা সেবন অবৈধ। প্রধান গবেষক মার্ক অ্যান্ডারসনের দল ‘ইয়ুথ রিস্ক বিহ্যাভিয়ার সার্ভে’ থেকে প্রায় এক কোটি ৪০ লক্ষ কিশোরের তথ্য বিশ্লেষণ করে এই কথা জানিয়েছে। ডা. অ্যান্ডারসন বলেন, যদিও বয়স প্রমাণের বাধ্যবাধকতা থাকায় কিশোরদের জন্য নিবন্ধিত ওষুধের দোকান থেকে গাঁজা কেনা কঠিন। যেটা কিশোরদের গাঁজা সেবন হ্রাসের পেছনে ভূমিকা রেখেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct